Monday, August 31, 2020

কলারোয়ায় শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ষক নেতা শেখ আমানুল্ল¬াহ’র ৭ম মৃত্যুবার্ষিকী পালিত https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় বরেণ্য ভাষা সৈনিক, কিংবদন্তী শিক্ষক নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমানুল্ল¬াহ’র ৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রয়াত শিক্ষক নেতার ঝাপাঘাটাস্থ সমাধিতে ফুলেল শ্রদ্ধা, দোয়ানুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতি ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে মরহুমের স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ রইছউদ্দীন, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়ির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, অধ্যক্ষ ফারুক হোসেন, উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যাপক আবুল খায়ের, এমআর ফাউন্ডেশন একাডেমির অধ্যক্ষ আবুল হোসেন, শিক্ষক নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্ল¬ব, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক এবাদুল হক, শিক্ষক নেতা সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক মুনছুর আলী, প্রধান শিক্ষক আব্দুল আলীম, প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী অধ্যাপক কামরুজ্জামান পলাশ, সহকারী অধ্যাপক ইউনুছ আলি, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক নেতা সহকারি প্রধান শিক্ষক বদরুজ্জামান সহকারি প্রধান শিক্ষক আব্দুর রকিব, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, সহকারি প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া, শিক্ষক নেতা সহিদুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক শামসুর রহমান লাল্টু, মাস্টার উৎপল কুমার সাহা, মাস্টার সাইফুল ইসলাম, মাস্টার হুমায়ুন কবিরসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। সভাটি পরিচালনা করেন শিক্ষক নেতা মোস্তফা বাকি বিল্ল¬াহ শাহী।
এর আগে এদিন সকাল ৯টার দিকে কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে পুস্পমাল্য অর্পণ করে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক গুণমুগ্ধগণ।
সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতি,কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউ, কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধানগণ। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ইনতাজ আলী ও মাওলানা শরিফুল ইসলাম। উল্লে¬খ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্ল¬াহ।

The post কলারোয়ায় শ্রদ্ধা আর ভালোবাসায় শিক্ষক নেতা শেখ আমানুল্ল¬াহ’র ৭ম মৃত্যুবার্ষিকী পালিত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3juWlat

No comments:

Post a Comment