Saturday, August 29, 2020

আওয়ামী লীগে কোন চাঁদাবাজদের জায়গা নাই: শাহিন চাকলাদার এমপি https://ift.tt/eA8V8J

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ নির্বাচনে বিজয়ী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, জনগণকে ভাল রাখতে জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বÿণিক কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগে কোন ষড়যন্ত্রকারী দালাল চাঁদাবাজদের জায়গা নেই। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রের যে বীজ বুনেছিলো আজও তা অব্যাহত রয়েছে।

আগস্ট মাস আসলেই ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে নতুন নতুন কৌশলে ষড়যন্ত্রের জাল বি¯Íার করে। আমাদেকে একত্রিত হয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। কেশবপুরের জনগণ যে বিশ্বাসে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি জনগনের সেবক হয়ে তাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই। বৃহস্পতিবার বিকালে আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কেশবপুর উপজেলা আ.লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালনে কর্মসূচী নির্ধারণের লÿে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মো¯Íফার সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, পৃথিবী ব্যাপী করোনা ভাইরাসের মহামারির কারনে এবার আমাদের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে মিলাদ মাহফিল ও দোয়া’র মাধ্যমে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন করতে হবে।

উপজেলা আ.লীগের সভাপতি এস এম রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন,যশোর সদর আ.লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, যশোর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, কেশবপুর পৌসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শফিকুল ইসলাম মুকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশ মলিøক ও মঙ্গলকোট ইউনিয়র আ.লীগের সভাপতি বজলুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যন এইচ এম আমির হোসেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এড. রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক শেখ ইবাদত সিদ্দিক বিপুল, কাজী মু¯Íাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, আইন বিষয়ক সম্পাদক এড. হোসাইন মোহাম্মাদ ইসলাম, মহিলা আওয়ামীগের সভপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ বেগম প্রমুখ।

এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর):

The post আওয়ামী লীগে কোন চাঁদাবাজদের জায়গা নাই: শাহিন চাকলাদার এমপি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3beBl51

No comments:

Post a Comment