আশাশুনি সংবাদদাতা: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বাগালী গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ আগস্ট শুক্রবার বেলা ২টার দিকে বাগালী গ্রামের ওমর শরীফের বাড়ির সামনের ইটের সোলিং রাস্তার উপরে। এ ঘটনায় নুর ইসলাম গাজী (মন্টু) গং এর তিনি নিজেসহ তার ভাই মুছা গাজী ও ভাইপো ফিরোজ হোসেন গুরুতর জখম হয়েছে। মুছা গাজী ও ফিরোজ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দু’জনকে অ্যাম্বুলেন্স যোগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তাদেরকে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আহত নুর ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। অপরদিকে বাগালি গ্রামের আবদুস সবুর গাজীর ছেলে গোলাম রব্বানী, মৃত ওয়াজেদ আলী গাজীর ছেলে আনার আলী গাজীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ঘটনায় আশাশুনি থানায় দুই পক্ষ থেকে পাল্টাপাল্টি এজাহার দায়ের করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, এ ঘটনায় দুই পক্ষ থেকে দুটি অভিযোগ আমি পেয়েছি। আমাদের একজন অফিসার এ বিষয়ে প্রাথমিক তদন্তে নিয়োজিত আছেন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
The post আশাশুনিতে জমি নিয়ে বিরোধে হামলায় আহত-৫ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gIvtlO
No comments:
Post a Comment