এম এ রহিম, বেনাপোল (যশোর): জীবদ্দশায় অধিকাংশ সময় চিকিৎসা সেবা দিয়ে গেছেন যে ব্যক্তি মহামারী করোনা কেড়ে নিল তার প্রাণ। রোববার রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ রোগী ডা. মতিয়ার রহমান (৫২) নামের ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী। তিনি যশোরের শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি সম্মুখ সারির যোদ্ধা হিসেবে বাগআচড়া এলাকায় কোভিড-১৯ আক্রান্ত রোগিদের সেবা দিয়ে আসছিলেন। ২০ অগাস্ট করোনা পজেটিভ সনাক্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগের পরামর্শে তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার তাকে খুলনায় নেওয়া হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, কোভিড-১৯ আক্রান্ত হয়ে রোববার রাতে ডা. মতিয়ার রহমান মারা যান। সোমবার দুপুরে ইসলামী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তার দাফন সম্পন্ন হয়। ২২ এপ্রিল শার্শা উপজেলায় প্রথম করোনা সনাক্ত হয়। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪১ জন। এর মধ্যে ৫০জন চিকিৎসাধীন আছেন এবং ১৮৯ জন সুস্থ্য হয়েছেন। মারা গেছেন ৩ জন। সরকারিভাবে এ তথ্য নিশ্চিত করা হলেও স্থানীয় বিভিন্ন সূত্র বলছে উপজেলায় করোনা উপসর্গে মৃত্যুর সংখ্যা অন্তত ১০জন।
The post যশোরের শার্শার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3lxwuR7
No comments:
Post a Comment