Monday, August 31, 2020

রাশিয়া থেকেও ভ্যাকসিন আনতে চায় সরকার https://ift.tt/eA8V8J

বাংলাদেশে চীনা ভ্যাকসিনের ট্রায়াল শিগগিরই শুরু হচ্ছে। তবে যে দেশের ভ্যাকসিন আগে আসবে, তাদের কাছ থেকে তা কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। আগেই ভ্যাকসিন আবিষ্কারের দাবি জানিয়েছে রাশিয়া। তাই তাদের কাছ থেকেও ভ্যাকসিন আমদানি করতে চায় বাংলাদেশ।  এমনটি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, করোনা মোকাবিলায় যে ভ্যাকসিন আগে আসবে, সরকার সেটিকেই প্রাধান্য দেবে। ভ্যাকসিন আমদানির ব্যাপারে আমরা রাশিয়া সরকারকেও চিঠি দিয়েছি। এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনাও হয়েছে।’

সোমবার (৩১ আগস্ট)  সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দেশে করোনা ভ্যাকসিন আমদানি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে। চায়না কোম্পানি সাইনোভ্যাককে ইতোমধ্যেই দেশে শেষ ধাপের ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের সেরাম কোম্পানি কর্তৃক উৎপাদিত অক্সফোর্ড ভ্যাকসিন আনার বিষয়েও আলোচনা চলছে।’

তিনি বলেন, ‘একইসঙ্গে রাশিয়া সরকারের কাছেও ভ্যাকসিন আমদানির ব্যাপারে আমরা চিঠি দিয়েছি। এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সরকারের ফলপ্রসূ আলোচনাও হয়েছে। করোনা মোকাবিলায় যে ভ্যাকসিন আগে আসবে, সরকার সেটিকে প্রাধান্য দেবে।’

The post রাশিয়া থেকেও ভ্যাকসিন আনতে চায় সরকার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lxC327

No comments:

Post a Comment