Sunday, August 30, 2020

সমালোচিত হতেই পছন্দ করেন গেইল! https://ift.tt/eA8V8J

টি টোয়েন্টি ক্রিকেটের হার্ড হিটার ব্যাটসম্যান ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। অনেক সমালোচনার জন্ম দেন এ ব্যাটসম্যান। এবার করোনা মধ্যে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েছেন ক্যারিবিয়ান তারকা ও কিংস এলিভেন পাঞ্জাবের হার্ডহিটার ক্রিস গেইল।

সম্প্রতি একটি ফটোশুট্যের ছবি পোস্ট করে গেইল লেখেন, ‘ক্রিস গেইল এখানে কি করছেন? আমি (গেইল): সে যা ইচ্ছে করছে তাই করছে! #কিংগেইল #ইউনিভার্সবস # ৪০শেডসঅবগেইল #মাইদুবাই

আর তার এই ছবির নিচে আইপিএল ফ্যানরা শুরু করেন তার সমালোচনা।

করোনার কারণে যেখানে সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী থাকতে বলা হচ্ছে সেখানে গেইলের এমন আচরণ যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছেন আইপিএল ভক্তরা।

শুক্রবার চেন্নাই সুপার কিংসের কিছু সদস্য করোনা পজিটিভ আসার পর এ নিয়ে সমালোচনা আরো হালে পানি পায়। তবে ভক্তরা তাকে সামাজিক দূরত্ব মেনে নিরাপদে থাকতে বললেও তা যেন গায়েই মাখছেন না এই ক্যারিবিয়ান তারকা।

The post সমালোচিত হতেই পছন্দ করেন গেইল! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2EHS44N

No comments:

Post a Comment