Friday, August 28, 2020

সাজেক্রীস নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও প্যানেল ঘোষণার সিদ্ধান্ত https://ift.tt/eA8V8J

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা ক্রীড়ার সংস্থার নির্বাচনকে সামনে রেখে শুক্রবার রাতে শহরের বিভিন্ন ক্লাব কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা টাউন স্পোটিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেন।

 

উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান আশু, মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, গণমুখীর মাহমুদ হাসান মুক্তি, এরিয়ান্সের শাহ আলম শানু, সুলতানপুর ক্লাবের শেখ মারুফ উল হকসহ বলাকা ক্রীড়া চক্র, ইয়াং বলাকা, সূর্য তরুণ, বঙ্গমাতা, রসুলপুর যুব সমিতিসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তাবৃন্দ। সভায় সর্ব সম্মতিক্রমে হাসনে জাহিদ জজকে আহবায়ক করে ৭সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় এবং দুই দিনের মধ্যে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতার লক্ষ্যে একটি প্যানেল ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

The post সাজেক্রীস নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও প্যানেল ঘোষণার সিদ্ধান্ত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hyA2QN

No comments:

Post a Comment