অরুণ সান্যাল
মন্ত্রের প্রতিধ্বনি হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে
সুর তোলে, সুরের ঝংকার তোলে
শরতের ছন্দে ছন্দে।
নতুন ঋতুর স্বপ্ন এনে দেয়
আমি ও সম্বিৎ ফিরে পাই,
ধীরে ধীরে মাথা তুলে দেখি
কড়িকাঠে ডানা ঝাপটায়
চামচিকে আর কালো রংয়ের বোলতাটা।
হে পুরুষ সাড়া দাও
হে শতাব্দী ঘুমিও না আর
কেন ভয় কেন দ্বিধা
কেন তুমি পালিয়ে বেড়াও?
এবার উন্মুক্ত করো চিরসত্য
আলোকের দ্বার
আকাঙ্ক্ষিত বস্তু পাবে এতকাল যাকে তুমি চাও।
শরৎ তুমি কাশফুলের মহাসমারোহ
আলো দাও মুক্তি দাও
দেবীদুর্গা প্রসন্ন হও
তোমার আশিসে অধম ভক্তদের
কৃপা করে যাও।
মধু হোক অন্তরের প্রেম
এ জগৎ মধুময় হোক।
The post শরতের ছন্দে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2EsF9DZ
No comments:
Post a Comment