Sunday, August 30, 2020

বাবা-মায়ের সঙ্গে অভিমানের করে আত্মহত্যা করেন লরেন মেন্ডেস https://ift.tt/eA8V8J

দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে শোবিজে পথ চলা শুরু করেছিলেন নতুন প্রজন্মের মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। কিন্তু অভিমান করেই আত্মহত্যর পথ বেছে নিয়েছেন এই অবিনেত্রী।  তার আত্মহত্যার খবর শোবিজে বিষাদ নামিয়েছে।

জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করেই ফাঁস দেন লরেন। রোববার সকাল ৭টার দিকে বারিধারার কালাচাঁদপুরের নিজের বাসায় এ ঘটনা ঘটে।

লরেনের পরিবারের বরাত দিয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, বাবা মায়ের সঙ্গে অভিমান করে আজ সকালে আত্মহত্যা করেন তিনি। নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এসময় তার মা বাসার বাইরে ছিলেন। ঝুলন্ত অবস্থা থেকে লাশটি নামায় তার বাবা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরো জানান, লরেন মেন্ডেস খুব স্বাধীন চেতা ছিলেন। যখন তখন বাড়ির বাহিরে যেতেন। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে প্রায়ই কথা কাটা কাটি করতেন তিনি।

‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’ এয়ারটেলের বিজ্ঞাপনে ব্যবহৃত এই সংলাপটি দিয়ে আলোচনায় আসেন লরেন। পুরো নাম লরেন মেন্ডেস, ধর্মে খ্রিষ্টান।

বিজ্ঞাপন ছাড়াও বেশ কিছু মিউজিক ভিডিও এবং নাটকে অভিনয় করেছেন লরেন।

The post বাবা-মায়ের সঙ্গে অভিমানের করে আত্মহত্যা করেন লরেন মেন্ডেস appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hI9w7H

No comments:

Post a Comment