Saturday, February 20, 2021

বসন্ত ঋতুরাজ https://ift.tt/eA8V8J

মোঃ আব্দুল্লাহ সিদ্দীক

বসন্ত ঋতুরাজ যেন বাসন্তি সাঁজে,
মধুকরের গুঞ্জন শুধু কানে বাজে।

আম-লিচু-কাঁঠাল নানা মুকুলের সমারোহ,
মৌ মৌ গন্ধে যেন প্রকৃতি বিলায় তার ¯েœহ।
রকমারী ফুল ফোঁটে,পাখি গায় গান,
প্রকৃতির অপরুপ দৃশ্য জুড়ায় প্রাণ।
গাছে গাছে নব নব কিশলয়,
প্রকৃতি যেন তার সৌন্দর্য বিলায়।
সৌন্দর্যের লীলা আনে মানব মনে সুখ,
প্রাকৃতিক দুর্যোগ, বৈরী ভাব আনে বড় দুখ।
ফসল ভরা মাঠ, বাতাসের ঢেউ
মনে হয় যেন সেথা দোলা দিলো কেউ।
ঋতুরাজ শুরুতে থাকে ঘোলাটে মাঠ,

শিশির সওদায় বসে কুয়াশার হাট।

জুড়ায় পরান বউ কথা কও, কোকিলের ডাক,
নিশিকালে ভেসে আসে শেয়ালের হাক।
রূপালি চাঁদ জ¦ালায় আলো সর্ব পুর্ণিমায়,
প্রকৃতি যেন অপরূপ সাঁজে আপন মহিমায়।
এমন অপরূপ দৃশ্য আনে বসন্ত ঋতুরাজ,
প্রাণের আনন্দে নানান মানুষ করে নানা কাজ।
গাছে গাছে পাখির নাচন,আলোর ফুলঝুরি
প্রকৃতি যেন রাখলো নাকো ঋতুরাজের উত্তর সুরি।

The post বসন্ত ঋতুরাজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3k6FHQ9

No comments:

Post a Comment