Saturday, February 20, 2021

ভাষা শহীদদের স্মরি বারংবার https://ift.tt/eA8V8J

মোঃ আব্দুল্লাহ সিদ্দীক

কোথা থেকে পেলাম আমরা
বাংলায় কথা বলার অধিকার?
ফি বছর ফেব্রুয়ারী এলে
ভাষা শহীদদের স্মরি বারংবার।

ভাষা ছিলো বটে ছিলো নাকো এ দেশ

এ জাতির কোন দিন,
বাঙালির ছিলো কষ্টের জীবন
যাতনায় রোগে-শোকে দিন-হীন।
পাকিস্তান ভেবেছিলো ভাষা কেড়ে
বাঙালিদের করবে দাস,
ভাষা শহীদদের আত্মত্যাগে সৃজন
১৯৫২-এর ২১ ফেব্রুয়ারীর ইতিহাস।
মানুষ নয় খান নর পশু ওরা
শিখেনিকো দিতে সম্মান,
সালাম, বরকত,রফিক যতো ভাষা শহীদ
ছিনালো বাংলা ভাষার মান।
তাদের ঝরা রক্তে আমরা পেলাম
আমাদের মায়ের ভাষা,
তাইতো সাহিত্য কথন,
কথা, কবিতা,গানে
আমরা মিটাই মনের আশা।
রক্ত দিয়ে বাংলা মায়ের ছেলেরা ছিনালো
বাংলা ভাষায় কথা বলার স্বাধীনতা,
২১ ফেব্রুয়ারী ভুলিতে না পারি
বিরহে বুক ভরা ব্যথা।

The post ভাষা শহীদদের স্মরি বারংবার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37xaP6u

No comments:

Post a Comment