Saturday, February 20, 2021

সাতক্ষীরার আশাশুনির শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সস্মেলন https://ift.tt/eA8V8J

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের লাগামহীন দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানবন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুনি-সাতক্ষীরা সড়কে এ মানববন্ধন কর্মসূচি শেষে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ সরদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আমির হোসেন জোয়ার্দ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বুলু, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান এড. জহুরুল হক, ত্রাণ সম্পাদক সাইফুল ইসলাম, থানা কৃষকলীগের সহ-সভাপতি দীপঙ্কর বাছাড় প্রমুখ।

বক্তারা বলেন, আবু হেনা শাকিল ঘোলা-হিজলা- কল্যাণপুর খেয়াঘাট ও হাজরাখালি-বিছট খেয়াঘাটের খেয়াাঘাট ইজারার ১০ লাখ ৬০ হাজার ১২৮ টাকা আত্মসাৎসহ অপর চারটি খেয়াঘাটের আরও সোয়া তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ২৭ জানুয়ারি দুদকের খুলনা বিভাগীয় উপ-পরিচালক নাজমুল আহসান বাদি হয়ে আবু হেনা সাকিলসহ ১২জনের নামে দুদকে মামলা দায়ের করেছেন। এ মামলায় গত ৮ ফেব্রুয়ারি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ি আবু হেনা শাকিল সাতক্ষীরার বিশেষ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন। বাংলা ১৪২০-১৪২১ সালে ঘোলা- হিজলা-কল্যাণপুর খেয়াঘাট ইজারাদার আবু হেনা সাকিল ইজারার চার লাখ ২০ হাজার ৪৮০ টাকা পরিশোধ না করায় ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালিন জেলা পরিষদের প্রধান নির্বাহী শেখ মো. মনিরুজ্জামান আশাশুনি উপজেলা নির্বাচন অফিসারকে চিঠি দিয়ে আবু হেনা সাকিল যাতে ইজারার টাকা পরিশোধ না করে ওই বছরের ২২ মার্চ ইউপি নির্বাচন না করতে পারেন সেজন্য ব্যবস্থা নিতে বললেও তিনি কোন ব্যবস্থা না নেওয়ায় টাকা পরিশোধ না করেও বিগত নির্বাচন করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবু হেনা সাকিল। বক্তারা বলেন, গ্রামীন অবকাঠামো উন্নয়নে ভূয়া প্রতিষ্ঠানের নামে টাকা উত্তোলন, কোন কাজ না করে বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে এডিপি ও এলজিএসপির টাকা তুলে আত্মসাৎ, আর্থিক সুবিধা নিয়ে ধনী লোকদের ভিজিডি কার্ড দেওয়া ও গরীবের পরিবর্তে পাকা বাড়ির মালিক বিত্তশালী ঠাকুর দাস, মানিক চক্রবর্তী, রাসেদ সরদার, রহিমা খাতুন ও ভারতীয় নাগরিক বীরেন্দ্রনাথ সানা, সরকারি চাকরিজীবী আব্দুল খালেককে ১০ টাকা কেজি দরের চাল পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের বিরুদ্ধে।

সরকারি খাস জমিতে বিলাসবহুল বাড়ি নির্মাণ, খাস জমি দখল করে চিংড়ি ঘের করেছেন চেয়ারম্যান সাকিল। ইউপি সদস্যদের সম্মানী ভাতা দেননি তিনি। সরকারি খাস জমিতে তৈরি করেছেন বিলাস বহুলবাড়ি। চেয়ারম্যানের সহায়তায় পুইজালা গ্রামের রমেশচন্দ্র মন্ডলের স্ত্রী কণিকা মন্ডলের টিপসই জাল দুই বছর ধরে ভিজিডি’র চাল উত্তোলন করেছেন তার লোকজন। নামমাত্র প্রকল্প সভাপতি ও সম্পাদক করে, একই ব্যক্তিকে পাঁচ বছর কাজ দেখিয়ে ৪০ দিন কর্মসূচীর কাজ ৩০দিনে শেষ করে ভুয়া মাষ্টাররোলের মাধ্যমে অতিরিক্ত ১০দিনের টাকা উত্তোলন করে নিজেদের মধ্যে ভাগবাটেয়ারা করে নিয়েছেন চেয়ারম্যান। এডিপিও এলজিএসপির আওতায় ভূয়া প্রকল্পের তালিকা করে লাখ লাখ টাকা, রয়ার সিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের নামে ভূয়া প্রকল্প দেখিয়ে ২লাখ ৫০ হাজার টাকা, মহিষকুড়া বিজিএম ক্লাবের মাঠ ভরাটের নামে ৩ বারে ২৪ টন চাল তুলে, অস্তিত্ববিহীন বুড়াখারাটি ইয়ং ক্লাব, কাকড়াবুনিয়া সবুজ সংঘ, শহিদ মিনার নির্মান, নাকতাড়া পাঞ্জেগানা সমজিদ সংস্কার করার নামে লাখ লাখ টাকা তুলে আত্মসাৎ করেছেন চেয়ারম্যান। বকচর ডিজিটাল রেডিয়েন্ট এন্ড ফ্রেন্ডশীপ ক্লাব সংস্কার করার কথা বলে একই প্রতিষ্ঠানের নামে ৩ বার টাকা তুলেছেন। ভুয়া প্রকল্প দেখানো ও দুর্নীতি করা বিভিন্ন প্রকল্পের বেশিরভাগের সভাপতি চেয়ারম্যান ও সেক্রেটারি তার গাড়িচালক আবদুল্লাহ আল মুামন। এখন তার আছে প্রাইভেট গাড়ি, মাছের ঘের, বাগান বাড়ি আর কয়েক কোটি টাকা। বাপের অপকর্মের প্রতিবাদ করায় মাদকাসক্ত ছেলে সৌরভ রায়হান সাদ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের হাতে নির্যাতিত হয়ে মিথ্যা মামলার শিকার হয়েছেন অনেকে।
মানববন্ধন শেষে সাতক্ষীরা প্রেসক্লাবে আবু হেনা সাকিলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম বুলু। সংবাদ সম্মেলনে অবিলম্বে আবু হেনা সাকিল যাতে দুদকের মামলায় জামিন না পায় ও তার সকল দুর্নীতির তদন্ত শেষে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এদিকে সাকিলের বিরুদ্ধে সংবাদ সস্মেলন ও মানববন্ধন শেষ না হতেই দুপুর সাড়ে ১২টায় একই সাথে মানববন্ধন করেন তার কয়েকজন অনুসারী। সেখানে বক্তব্য দেন অসীম বরণ চক্রবর্তী, দীপঙ্কর মিশ্র প্রমুখ। এ ব্যাপারে শনিবার দুপুরে মোবাইলে জানতে চাইলে চেয়ারম্যান সাকিল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার বলেন, একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ওই মহলটিই তার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছে।

The post সাতক্ষীরার আশাশুনির শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সস্মেলন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ui3T6Y

No comments:

Post a Comment