Saturday, February 20, 2021

অম্লান একুশ https://ift.tt/eA8V8J

কাব্যিক – অরুণ সান্যাল

দীর্ঘ আটষট্টি বৎসর পূর্বে
ভাষার জন্য জীবন দান
পৃথিবীতে এ এক নজিরবিহীন ঘটনা।

সেদিন যারা দিয়েছিল প্রাণ
উদভ্রান্ত আমাদের নদীর তীরে
তাদের রক্ত হবে না ম্লান।

তাদের সেই সংগ্রাম -“রাষ্ট্রভাষা বাংলা চাই”
আজ পৃথিবীর দেশে দেশে
“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”।

কী আনন্দ! কী আনন্দ!
সেই পাকিস্তানে ও পালিত হয় ” একুশে ফেব্রুয়ারি”।

এটা বাঙালির বিস্ময়কর বিজয়,
যখন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আসে
সবাই আমরা বিন¤্র শ্রদ্ধায়
শহিদ বেদীতলে মাথা নোয়াই আর
শোকাতুর হয়ে বলি-“হে শহিদ, হে বীর”
তোমাদের কারণে আজ আমার এ দেশ
আমার এ ভাষা, বাংলা যার নাম”।

The post অম্লান একুশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3dA51g6

No comments:

Post a Comment