Saturday, February 20, 2021

বাংলা আমার প্রাণ https://ift.tt/eA8V8J

গাজী আবদুর রহিম

ফেব্রুয়ারী এলে
আমার মনে ৫২ চলে আসে।
সেই পথে পথে মিছিল, মিটিং
মানুষের মনে হাজারও উন্মাদনা-ভয়
আমরা কি হারাব বাংলা ভাষাকে?
পাক-জানোয়াররা কি কেড়ে নেবে
আমাদের ভাষার অধিকার?

না। এই পরাজয় মেনে নেওয়া যাবে না,
আমি শফিউর।আমি শহীদ হব। তবু,
মৃত্যুর আগে একবার জননীকে বাংলায় মা বলে ডাকব,
আমার রক্ত নাও। প্রাণ নাও। গড়ে তোল শহীদ মিনার।

জন্ম হোক নতুন ইতিহাস।

The post বাংলা আমার প্রাণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2NI3NVp

No comments:

Post a Comment