Saturday, February 20, 2021

ভাষা শহীদ https://ift.tt/eA8V8J

প্রকাশ ঘোষ বিধান

একুশের প্রভাত ফেরীতে
খালি পায়ে মলি
ভেজা চোখে শহীদ মিনারে
দেয় ফুলের কলি।

মায়ের ভাষার জন্য যারা
দিয়ে গেলে প্রাণ
বেদনা বিধুর মনে গাঁথা
একুশ চির অম্লান।

চেতনায় মলি চোখ ছলছল
ঝরে জল অঝর
কেঁদে বলে বারে বারে
একুশ চির অমর।

ভাষা শহীদ দিয়েছে প্রাণ
আছে তারা চেতনায়
স্বজন হারা শোকগাথা
বুকে আছে বেদনায়।

তুমি বল কার ?
জি,এম,পারভেজ

লিলি তুমি কার?
আমার না অন্য কারো?
তোমার বিহনে শুন্য বুক,
ছোট্ট হৃদয়টা মর মর।
লিলি তুমি কার ?
গৌধুলী লগ্নে কার বা শনে,
করছো মিতালী সাঁঝের বেলায়।
বড়ই সুখে কাটাচ্ছো দু’জনে,
লিলি তুমি কার?
কল্পনায় আস স্বপ্নে বস,
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ঘরে।
শত দুখে আনন্দে হাঁসো,
লিলি তুমি কার ?
ঝিলের জলের শোভা বাড়াও,
বৃষ্টিতে ফুঁটে কথা বল।
যেয়োনা যেয়োনা একটু দাঁড়াও,
লিলি তুমি কার ?
আমার না অন্য কারো,
পথ চেয়ে বসে আছি অপেক্ষায়।
কাছে এসে হাতটি ধরো।
তুমিই বল কার?

The post ভাষা শহীদ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ukypwI

No comments:

Post a Comment