পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে হাতিভাঙ্গা নদীতে জেলেরা বেআইনীভাবে মাছ ধরার সময় ৫টি নৌকা আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা।
শুক্রবার ভোরের দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি কৈখালী ষ্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে নৌকা আটক করার সময় জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়।
সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম.এ. হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জেলেদের নদীতে মাছ ধরার খবর গোপন সংবাদে নিশ্চিত হয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে ৫টি নৌকা, লক্ষাধিক টাকা মূল্যের ৩টি জাল ও মাছ ধরার আনুসাঙ্গিক জিনিসপত্র আটক করা হয়।
তবে, কোন জেলেকে আটক করা যায়নি তিনি জানান।
শ্যামনগর (সদর) প্রতিনিধি:
The post সুন্দরবনে স্মার্ট টিমের অভিযানে ৫টি নৌকা আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31ifzK8
No comments:
Post a Comment