Sunday, August 23, 2020

আশাশুনিতে কিশোরী প্রতিবন্ধীতা এবং বয়:সন্ধীকালীন সচেতনতা কর্মশালা https://ift.tt/eA8V8J

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে কিশোরীদের প্রতিবন্ধতা এবং বয়:সন্ধিকালীন সমস্যা, মাসিক ব্যবস্থাপনা, পরিষ্কার পরিছন্নতা, গর্ভকালিন ঝুঁকি ও যৌন হয়রানি বিষয় নিয়ে অভিভাবক প্রশিক্ষণ অনুুুুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে নারীকন্ঠ উন্নয়ন সংস্থা-কিশোরী প্রজেক্ট’র আয়োজনে ও ডিজ এ্যাবল্ড রিহ্যাবিলিটিশন এন্ড রিসার্চ এ্যাসোসিয়েশন (ডিআরআরএ সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা সুপার ভাইজার মোজিফা খাতুন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ. ব. ম মোছাদ্দেক। আইডিয়ালের প্রতিবন্ধী প্রজেক্ট ম্যানেজার সুব্রত বাছাড়ের পরিচালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, ট্রেনার মাজেদা খাতুন ও তমা পারভিন।

অপরদিকে, শোভনালী ইউনিয়ন পরিষদ হলরুম সকাল ১০টায় দেবাশিষ চক্রবত্তীর পরিচালনায় অনুরুপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন।

The post আশাশুনিতে কিশোরী প্রতিবন্ধীতা এবং বয়:সন্ধীকালীন সচেতনতা কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2CT5vhB

No comments:

Post a Comment