Friday, August 21, 2020

রহস্য জটে https://ift.tt/eA8V8J

গাজী গিয়াস উদ্দিন
কত না অনিশ্চিত জীবন
নিশ্চয়তার চাইতেও আশ্চর্য রকম,
কে কার থাকে অপেক্ষায়
রাশিফল বুঝবে কবে রকম সকম।
নিয়তির নিয়তে বাটখারা মেপে
নিশ্চয়তা রুখে দেবে এপিঠ ওপিঠ,
মরারা বাঁচে আর বাঁচারা মরে
ভয়ে ভয়ে অনেকের বাড়ে হার্টবিট।
পাপের ভিক্ষালয়ে পূণ্য দীক্ষায়
সাজাবে কি করে বলো কপট পৃথিবী,
প্রয়াণের শাস্ত্র ঘেঁটে রহস্য জটে
হৃদয় কি মুক্তি তোমায় দিয়েছে কবি?

The post রহস্য জটে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34ldq2p

No comments:

Post a Comment