কলারোয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা। পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, সকাল সাড়ে ৭টায় থানা জামে মসজিদ,উপজেলা জামে মসজিদ, বাসস্ট্যান্ড মসজিদ, শ্রীপতিপুর ধাবকপাড়া ঈদগাহ ৮টায় তুলসীডাঙ্গা জামে মসজিদ, খাসপুর ঈদগাহ, আলাইপুর খানপাড়া ঈদগাহ, কুশোডাঙ্গা ঈদগাহ, কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায়, দমদম ঈদগাহে সাড়ে ৮টায়, ঝাপাঘাট ঈদগাহে সাড়ে ৮টা, ভাদিয়ালী ফুটবল ময়দানে ৮টায়, রায়টা মাদরাসা ঈদগাহে সাড়ে ৮টায়, বসন্তপুর ৮টায়, জালালাবাদ পুরাতন ঈদগাহে সাড়ে ৮টায়, গদখালী মহিলা মসজিদ মাদরাসায় সাড়ে ৮টায়, সরকারি কলেজ মাঠে সাড়ে ৮টায়, খলসি হাফিজিয়া মাদরাসা ঈদগাহে সাড়ে ৮টায়, শুভংকরকাটি কেন্দ্রীয় ঈদগাহে ৯টায়, গাজনা ঈদগাহে ৯টায়, ওফাপুর ৯টায়, পিছলাপোল ৯টায়, চন্দনপুর ইউনিয়নের গয়ড়া-রামভদ্রপুর-কায়বা সম্মিলিত ঈদগাহে সকাল ৯টা সহ সমগ্র উপজেলা ব্যাপী ২৬০টি ঈদগাহ/মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, উপজেলার সব ঈদগাহ/মসজিদে ঈদের জামাত সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং কলারোয়া থানা পুলিশের পক্ষ থেকে পৃথক ৩টি মোবাইল টিম দায়িত্ব পালন করে বলে জানিয়েছেন ওসি শেখ মুনীর উল গীয়াস।
কলারোয়া সংবাদদাতা:
The post কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Dx8o7t
No comments:
Post a Comment