কেশবপুর (যশোর) প্রতিনিধি: ক্লিনিক ও প্যাথলজি প্রতিষ্ঠানের বৈধতা ও স্বাস্থ্য সেবায় মান যাচাইয়ে শনিবার সকালে যশোর সিভিল সার্জনের নির্দেশে কেশবপুরে ৬টি ক্লিনিং ও ১০টি প্যাথলজিতে স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ।
এসময় তার সাথে ছিলেন যশোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার নাসিম ফেরদৌস, অফিস সহকারী নার্থ প্রতীন লাহেরী, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন, ডাক্তার জাহিদুর রহমান (আরএমও) ও কেশবপুর থানার এস আই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা এই অভিযান চলে। এসময় যন্ত্রপাতি ও কাজপত্রে ত্রুটি-বিচ্চুতি থাকার অভিযোগে কেশবপুর শহরের আরিয়ান, হিরা, সাতবাড়িয়া ডিজিট্যাল ও কেশবপুর মার্তৃমঙ্গল ক্লিনিকের প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টার সার্বিক কার্য্যক্রম বন্ধ ঘোষনা করেন। এছাড়া অভিযানকালে কেশবপুর হেল্থ কেয়ার হসপিটল, মডার্ন, কপোতাক্ষ সার্জিক্যাল, মাইকেল, মাতৃমঙ্গল ও কেশবপুর সার্জিক্যাল ক্লিনিক এবং ক্রিস্টল, মনোয়ারা, রাইজিং, হোসেন, পেয়ারলেস ও আল রাইজা প্যাথলজি সেন্টারের মালিকদেরকে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ও প্রতিষ্ঠানের সকল কাগজপত্র যথা সময়ে ঠিকঠাক করার প্রাথমিক হুশিয়ারী প্রদান করেন। অন্যথায় আগামীতে যে কোন সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনাকারী যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ বলেন, স্বাস্থ্য দপ্তরের অধিনে দেশের সকল ক্লিনিক ও প্যাথলজি প্রতিষ্ঠানে স্বাস্থ্যসেবার মান, নিয়মিত ডাক্তার (এমবিবিএস), ডিপ্লোমাধারী নার্স ও টেকনিশনের কাগজপত্র ঠিক আছে কিনা তা নিয়ে যাচাই-বাচাই শুরু হয়েছে। কেশবপুরে এই অভিযান তারই একটি অংশ। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে।
The post কেশবপুরে ৪ প্যথলজি বন্ধ ঘোষণা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34q7fds
No comments:
Post a Comment