এমএ রহিম, বেনাপোল (যশোর): পুষ্টিগুনে ভরা সুমিষ্ট রসালো ফল আম কার না ভাল লাগে। তাও যদি হয় অসময়ের বারমাসি আম। যশোরের শার্শায় এই প্রথম নতুন উদ্ভাবিত বারি-১১ ও জনপ্রিয় থাই কাঠিমন জাতের বারোমাসি সুমিষ্ট রসালো আম বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছেন কৃষক নুর ইসলাম। এতে তার পরিবারে ফিরেছে স্বচ্ছলতা। ফলন ও দাম বেশি পাওয়ায় নতুন এই আম চাষে ঝুঁকছেন স্থানীয় চাষীরা।
তোষা ফজলি নেংড়া রুপালিসহ বিভিন্ন প্রকার আমের কদর ও চাহিদা রয়েছে ভালো। তবে এসব আম এক মৌসুমী হওয়ায় সারা বছরে পাওয়া যায়না, কৃষকেরা দামও পান কম। বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত নতুন জাতের বারি-১১ ও ভ্যারাইটি কাঠিমন আম বাণিজ্যিকভাবে তিনবিঘা জমিতে চাষ করেছেন শার্শা পিপড়া গাছি গ্রামের নুর ইসলাম। মুকুল ও আমে ভরে গেছে বাগান। আম ও কলম (চারা) বিক্রি করছেন তিনি। ২ বছর পরেই ফলন পাওয়া যায় আমের। প্রতি বিঘায় ফলে ৪০ থেকে ৪৫ মণ আম। বিক্রি হচ্ছে ২শ’ থেকে ২৭০ টাকা কেজি। লাখ টাকা খরচে বছরে আয় করছেন ৩ থেকে ৪ লাখ টাকা। আম চাষী নুর ইসলাম বলেন, দেশি জাতের বিভিন্ন প্রকার ফলের নার্সারি আছে তার। মৌসুমী ফলের কদর ও চাহিদা ভালো থাকলেও বছরের অন্যসময়ে মেলেনা। তাই চাহিদা পুষ্টি ও লাভের আশায় বারমাসি আমচাষে পরিবারে ফিরেছে সুদিন। তিনি এ আম দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে দিতে চান। এজন্য পর্যাপ্ত কলম তৈরী করেছেন। পাইকারী ও খুচরা বিক্রি শুরু করেছেন বলে জানান এ চাষী।
স্থানীয় চাষী আগ্রহী কৃষক দেলোয়ার হোসেন ও কালাম হোসেন বলেন, নতুন এই আম চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। স্বল্প সময়ে অধিক ফলন ও লাভ দেখে অনেকে ঝুঁকছেন বারি-১১ ও কাঠিমন জাতের আম চাষে। ঘুচছে বেকারত্ব। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। লাভবান হচ্ছেন তারা। বাড়ছে চাষ। আগামীতে আরো বেশি আম চাষ বাড়াবেন বলে জানান তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, নতুন উদ্ভাবিত আমচাষ আয়বর্ধক হওয়ায় শার্শা উপজেলায় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। বারোমাসি জাতের আম চাষে কৃষকদের উৎসাহ প্রশিক্ষণ পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন কৃষি বিভাগ। ফলে বাড়ছে চাষ লাভবান আগ্রহী চাষী। লাভজনক এই আমচাষ সারা দেশে ছড়িয়ে দিতে চান কৃষি বিভাগ। বারমাসি আম চাষীকে বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছেন তারা।
The post বারোমাসি বারি-১১ ও কাঠিমন জাতের আম চাষে শার্শায় কৃষক নুর ইসলামের সাফল্য appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gpkBJs
No comments:
Post a Comment