সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মির্জাপুরে যাত্রীবাহী বাস ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ মটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২ আগষ্ট রোববার এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের রফিকুল শেখের পুত্র রায়হান শেখ (২৪), আবুল হোসেন মোড়লের পুত্র মো: নাইম হোসেন (১৫) ও আমিরুল শেখের পুত্র ইমরান হোসেন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার(২ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে তারা তিনজন মটরসাইকেল যোগে ঈদে বেড়াতে যাইয়ার উদ্দেশ্যে যশোরের কেশবপুরের উদ্দেশ্যে বের হয়েছিল বলে জানা যায় পরিবার সূত্রে। পথিমধ্যে মির্জাপুর শাপলা ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে সাতক্ষীরাগামী একটি বাস(সিলেট-জ-১১-০৮৩৫) তেল নেওয়ার উদ্দেশ্যে ফিলিং স্টেশনের ভিতরে ঢোকার সময় মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ও আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাটকেলঘাটা ক্লিনিকে নিয়ে আসলে তাদের অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। রায়হান শেখ ও ইমরানের অবস্থা আরো গুরুতর হলে তাদেরকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। এদিকে স্থানীয়রা ঘাতক বাসটি ধাওয়া করে মেলেকবাড়ী বাজার থেকে আটক করে থানায় সোপার্দ করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘাতক বাসটি জব্দ করা হয়েছে ও চালক কেশবপুরের আলতাপোল গ্রামের মৃত কানাইলাল মল্লিকের পুত্র বিধান মল্লিক (৫৫) কে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে নিশ্চিত করেন।
নগরঘাটা (পাটকেলঘাটা) প্রতিনিধি:
The post মির্জাপুরে মটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/30mH4BO
No comments:
Post a Comment