Wednesday, August 26, 2020

যশোরে করোনা শনাক্ত তিন হাজার ছাড়ালো https://ift.tt/eA8V8J

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৬৪টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। মঙ্গলবার রাতে পরীক্ষা শেষে বুধবার এই ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, মঙ্গলবার তাদের ল্যাবে তিন জেলার মোট ২১০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নেগেটিভ ফল দিয়েছে ১৪৬টি।

এদিন যশোর জেলার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪টি পজেটিভ হয়েছে। এর মধ্যে ফলোআপ আছে কিনা তা এখনো জানা যায়নি। তবে দু’একটি ফলোআপ থাকলেও যশোরে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেল।

আর মাগুরার ৫৭টি নমুনা পরীক্ষা করে ১৯টি এবং নড়াইলের ৩৮টি নমুনা পরীক্ষা করে ১১টি পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ সকালেই সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা ছিল দুই হাজার ৯৭১। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৮২৩ জন। আর মারা গেছেন ৩৭ জন।

যশোর প্রতিনিধি:

The post যশোরে করোনা শনাক্ত তিন হাজার ছাড়ালো appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hHgU2U

No comments:

Post a Comment