Saturday, August 1, 2020

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৭৯০ পরিবার https://ift.tt/eA8V8J

কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বিদ্যুৎবিহীন ৭৯০ পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। (৩১ জুলাই) শুক্রবার বিকেল ৫ টায় তিনি এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল অফিস এর ভারপ্রাপ্ত ডিজিএম শরিফুল ইসলাম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, ইউপি সদস্য মিলন হোসেন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার শ্লোগানকে বাস্তবায়ন করার জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার এলাকায় কোন মানুষ বিদ্যুতের সুবিধা থেকে বঞ্চিত থাকবে না। বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে কেউ টাকা চাইলে আপনারা দিবেন না। প্রয়োজনে আমাকে জানাবেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।বিশেষ প্রতিনিধি:

The post কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর বিদ্যুতের আলোয় আলোকিত হলো ৭৯০ পরিবার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Pf5VRR

No comments:

Post a Comment