Tuesday, August 4, 2020

পাঁচ বছরের শিশুর পেটে অস্ত্রপচার, বেরিয়ে এলো ১৯০টি বল! https://ift.tt/eA8V8J

খেলার ছলে এটা সেটা মুখে দেয়া শিশুদের ক্ষেত্রে নিত্যনৈমিত্তিক ঘটনা। সম্প্রতি পাঁচ বছরের এক শিশু খেলতে খেলতে ১৯০টি বল গিলে ফেলে। আর নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।

ডেইলি মেইলর একটি প্রতিবেদন অনুসারে, ঘটনাটি চীনের। শিশুটি কিছুদিন ধরেই অসুস্থ ছিল। তাই তার মা তাকে হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন। এরপর ওই হাসপাতালের চিকিৎসকেরা বাচ্চাটির পেটের এক্স-রে করার পরামর্শ দেন।

ডাক্তাররা জানান, এক্স-রে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়েছে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেটে অপারেশন করা হবে। অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল।আন্তর্জাতিক ডেস্ক

The post পাঁচ বছরের শিশুর পেটে অস্ত্রপচার, বেরিয়ে এলো ১৯০টি বল! appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31eI0HO

No comments:

Post a Comment