ন্যাশনাল ডেস্ক: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বুধবার আদালতে প্রথমবারের মতো একজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মো. আবদুল্লাহ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল বিকেল সাড়ে চারটার দিকে মো. আবদুল্লাহকে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে হাজির করে। পৌনে পাঁচটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত জবানবন্দি দেন তিনি। রাত সাড়ে আটটার দিকে আসামি মো. আবদুল্লাহকে গাড়িতে তুলে র্যাব কার্যালয়ে নিয়ে যান তদন্তকারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে আসামি মো. আবদুল্লাহ শামলাপুর তল্লাশি চৌকিতে সেদিন কী ঘটেছিল, নিজের দেখা ঘটনা তুলে ধরেন। তবে এপিবিএন সদস্যের স্বীকারোক্তি বিষয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মামলার তদন্তকারী কর্মকর্তা ও র্যাবের সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম।
The post সিনহা হত্যাকান্ডে এপিবিএন সদস্যের স্বীকারোক্তিমূলক জবানবন্দি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31tHhDS
No comments:
Post a Comment