Monday, August 3, 2020

নিহত মনিরুলের অসহায় মা ও শিশু দুটির পাশে ঈদের পোশাক নিয়ে আলফা https://ift.tt/eA8V8J

দেবহাটায় নিহত মনিরুলের অসহায় মা ও শিশু দুটির পাশে ঈদের পোশাক ও চাউল নিয়ে হাজির হলেন জেলা পরিষদ সদস্য সমাজসেবক আল ফেরদাউস আলফা। ঈদের আগের দিন বিকাল ৪টায় নিহত মনিরুলের বাড়িতে হাজির হয়ে সন্তান হারা মা ও পিতা হারা অসহায় সন্তান দুটিকে সান্ত¦না দেন এবং ঈদের পোশাক হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আজহারুল ইসলাম, নওয়াপাড়া ইউপি সদস্য কাশেমসহ স্থানীয়রা।
দেবহাটা ব্যুরো:

The post নিহত মনিরুলের অসহায় মা ও শিশু দুটির পাশে ঈদের পোশাক নিয়ে আলফা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31iuToY

No comments:

Post a Comment