সাতক্ষীরায় হিন্দু স¤প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় জেলা যুবলীগের আহবায়কে জড়িয়ে মিথ্যা মামলা ও সংবাদের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা যুবলীগ।
পৌর যুবলীগের আহবায়ক মো. মনোয়ার হোসেন অনু স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়- সাতক্ষীরায় হিন্দু স¤প্রদায়ের বাড়িতে হামলা। জেলা যুবলীগের আহবায়ক মান্নানসহ পাঁচজনের নামে মামলা শিরোনামের সংবাদ ও ওই ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র বলে তীব্র প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, পৌর যুবলীগসহ সাতক্ষীরা জেলার যুবলীগের সকল ইউনিটের নেতা কর্মির পক্ষে পৌর যুবলীগের আহবায়ক মো. মনোয়ার হোসেন অনু।
প্রতিবাদ বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরতলীর বাঁকাল খেয়াঘাট জেলেপাড়ায় হিন্দু স¤প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও চারজনকে পিটিয়ে জখম করার ঘটনায় জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান কোনোভাবে জড়িত নন। তিনি ওই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না। এছাড়াও ওই ঘটনা সম্পর্কেও তিনি কিছুই জানেন না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একটি মহল তাদের ঘৃণ্য স্বার্থ হাসিল করতে জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের নাম এই ঘটনায় জড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মামলায় উল্লেখ আছে আব্দুল মান্নানের বয়স ৪৬ বছর ও বাড়ি কাশেমপুর কিন্তু জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নানের ন্যাশনাল আইডি কার্ডে বয়স ৫২ ও তিনি সাতক্ষীরা পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের রসুলপুর এলাকায় বসবাস করেন। প্রেসবিজ্ঞপ্তি
The post জেলা যুবলীগের বিবৃতি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39VECFU
No comments:
Post a Comment