Thursday, August 27, 2020

কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি উন্নয়ন কাজ উদ্বোধন https://ift.tt/eA8V8J

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা কালেকশন বুথ, বিষ খাওয়া রোগীদের ওয়াশ শেড, টিকিট কাউন্টার এবং তথ্য কেন্দ্র ও স্বাস্থ্য শিক্ষা
কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সংসদ সদস্য প্রদত্ত টিআর এর ২ লক্ষ টাকাসহ জিআর এর টিন সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহের বুথসহ কয়েকটি সংস্কার কাজ
করা হয়। বৃহষ্পতিবার দুপুরে সংস্কারকৃত ওই উন্নয়নের উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

রৈরী আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত অনাড়ম্বর অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের
সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি:

The post কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকটি উন্নয়ন কাজ উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lxGKJk

No comments:

Post a Comment