Saturday, August 22, 2020

শ্যামনগরে ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জগলুল হায়দার https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের গাবুরা ও কাশিমাড়ী ইউনিয়নে ওয়াবদা ভাঙনকৃত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ও ইউএনও আ. ন. ম আবুজর গিফারী। ২২ আগস্ট (শনিবার) সকাল ১০টায় গাবুরার নেবুবুনিয়া ও কাশিমাড়ীর ঝাপালী ভাঙনকৃত বেড়িবাঁধ ও এলাকা পরিদর্শন করেন এমপি জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ও ইউএনও আ. ন. ম আবুজর গিফারী।

প্রবল জোয়ার ও বর্ষায় গাবুরা ও কাশিমাড়ী ইউনিয়নে রিংবাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করে কয়েক হাজার ঘর বাড়ি, মৎস্য ঘের ও ফসলী ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাসুদুল আলম এবং কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডাক্তার এসএম আব্দুর রউফের নেতৃতে এলাকার হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিবা রাত্র রিংবাঁধ পুনরায় বাঁধতে কাজ করে যাচ্ছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাশিমাড়ী বেড়িবাঁধ বাঁধা হলেও গাবুরা এখনও বাঁধা সম্ভব হয়নি।

 

পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এড. আতাউর রহমান জানান, পদ্মপুকুরের পাতাখালি, বন্যতলা ও কামালকাটি এলাকার বেঁড়িবাঁধ গুলো খুবই ঝুঁকিপূর্ণ। ভাঙ্গনকৃত বেড়ীবাঁধ পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম এবং কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডা. এসএম আব্দুর রউফ প্রমুখ। বেড়িবাঁধ পরিদর্শনকালে এমপি জগলুল হায়দার বলেন, শ্যামনগর তথা উপকুলীয় বেড়িবাঁধ বার বার ভেঙে গিয়ে মানুষের করুন জীবন ও জীবিকার চরম ক্ষতির দিকগুলো এবং টেকসই বেড়িবাঁধ দ্রুত নির্মাণে মহান জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

The post শ্যামনগরে ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শনে এমপি জগলুল হায়দার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aN5Ej2

No comments:

Post a Comment