Monday, August 3, 2020

রতন সেন সমাজতন্ত্র-সাম্যবাদের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে পরিপূর্ণ মানবদরদী মানুষ হয়ে উঠেছিলেন https://ift.tt/eA8V8J

ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আজীবন বিপ্লবী, ত্যাগী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সম্পাদকম-লীর সদস্য রতন সেন-এর ২৮তম হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনায় গত ৩১ জুলাই শুক্রবার সিপিবি’র উদ্যোগে দলের জেলা ও মহানগর কার্যালয় চত্বরে জমায়েত, নগরীতে লাল পতাকার মিছিল এবং ডিসি অফিসের সামনে কমরেড রতন সেন-এর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। দলের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. রুহুল আমিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সিপিবি’র ফরিদপুর জেলা সাধারণ সম্পাদক অরুণ শীল, বাসদ জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, সিপিবি মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, জেলা ও মহানগর সিপিবি নেতা এড. চিত্তরঞ্জন গোলদার, নিতাই গাইন, সমীরণ গোলদার, অশোক সরকার, সুতপা বেদজ্ঞ, মিজানুর রহমান বাবু, নিতাই পাল, পূর্ণেন্দু দে বুবাই, দীন মোহাম্মদ, এড. নিত্যানন্দ ঢালী, রুস্তম আলী হাওলাদার, মৃণাল পাল, আব্দুল মালেক, মোস্তাফিজুর রহমান রাসেল, কিংশুক রায়, তোফাজ্জেল হোসেন, এস এম চন্দন, শাহিনা আক্তার, সাইদুর রহমান, ফরহাদ হোসেন মিটন, বাসদ নেতা আব্দুল করিম, সিপিবি নেতা ওয়াহিদুর রেজা বিপলু, সাইদুর রহমান বাবু, হ্যান্ডলিং শ্রমিক নেতা মোঃ সোহেল শেখ, ইনসাব নেতা রুহুল আমিন, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, উজ্জ্বল বিশ্বাস, রামপ্রসাদ রায়, উজ্জ্বল পাল, শেখ রবিউল ইসলাম রবি, শাহিন খান, ছাত্র ইউনিয়ন নেতা সোমনাথ দে, জয় দাশ প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রতন সেন ছাত্র জীবনে মার্কসবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজতন্ত্র-সাম্যবাদের ধারার রাজনীতির সাথে যুক্ত হয়ে কমিউনিস্ট পার্টির রাজনীতি করেন। চিরকুমার, আমৃত্যু এ বিপ্লবী নেতা ব্রিটিশ ও পাকিস্তান সরকার এবং তাদের এ দেশীয় দোসরদের ষড়যন্ত্রমূলক মামলায় ১৭ বছর কারাবরণ করেছেন। অবর্ণনীয় অত্যাচার-নির্যাতন সহ্য করেও তিনি তাঁর আদর্শ থেকে বিন্দুমাত্র পিছপা হননি বরং ইস্পাত কঠিন বিশ্বাস ও আস্থা নিয়ে আজীবন লড়েছেন মানবমুক্তির লক্ষ্যে। রতন সেন সমাজতন্ত্র-সাম্যবাদের মন্ত্রে উদ্বুদ্ধ হয়েএকজন পরিপূর্ণ মানবদরদী মানুষ হয়ে উঠেছিলেন। আপাদমস্তক বিপ্লবী, সাম্যবাদী, মানবহিতৈষী এ মানবকে হত্যা করে খুনীরা আদর্শের উপর আঘাত করেছে। নেতৃবৃন্দ বলেন, প্রচলিত ধারার রাজনীতির অদল-বদল করে মানুষের মুক্তি আসবে না। মানুষের মুক্তির জন্য প্রয়োজন সমাজতন্ত্র-সাম্যবাদের ধারার রাজনীতিকে শক্তিশালী করার মাধ্যমে শ্রমিক-কৃষকের প্রতিনিধিত্বশীল একটি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। নেতৃবৃন্দ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

The post রতন সেন সমাজতন্ত্র-সাম্যবাদের মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে পরিপূর্ণ মানবদরদী মানুষ হয়ে উঠেছিলেন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i6P7Jj

No comments:

Post a Comment