Tuesday, August 25, 2020

পাটকেলঘাটায় গৃহবধুর আত্মহত্যা https://ift.tt/eA8V8J

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় পারিবারিক কলহের জের ধরে মৌসুমী সাহা (টুম্পা) (৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, পাটকেলঘাটার পল্লীবিদ্যুৎ রোডের স্কুল শিক্ষক উৎপল সাহা তার স্ত্রী মৌসুমী সাহা ও একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করে আসছিল। কিন্তু শিক্ষক উৎপল ও তার পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীবন্ধুর মাঝে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত অশান্তি চলে আসছিল। এমনকি ঘটনার আগের দিন পর্যন্ত ওই বাড়িতে চরম উত্তেজনা ছিল বলে জানা যায়। মঙ্গলবার বিকালে কেউ বাড়িতে না থাকায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে মৌসুমী সাহা টুম্পা আত্মহত্যা করে। পাটকেলঘাটা থানার (ওসি তদন্ত) জেল্লাল হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠান হবে। ময়না তদন্তের পূর্বে কিছু বলা যাবে না।

The post পাটকেলঘাটায় গৃহবধুর আত্মহত্যা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Ex4UCz

No comments:

Post a Comment