Friday, August 21, 2020

পাইকগাছায় চাল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে https://ift.tt/eA8V8J

পাইকগাছায় চাল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। চালক ও হেলপার অক্ষত রয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার গজালিয়া গ্রামের মধ্য পাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

চালক রিপন ও স্থানীয় বাশারুল জানিয়েছে, সিলেট থেকে ৪শ’ বস্থা চাল নিয়ে ট্রাকটি আশাশুনির থানার আটরা গ্রমের লুৎফর রহমানের অড়তে যাচ্ছিলো। পথ ভুলে আশাশুনির দিকে না যেয়ে পাইকগাছার পথে কয়রার দিকে চলে যায়। গজালিয়ায় যাওয়ার পর চালক জানতে পারেন সে পথ ভুলে অন্য পথে চলে আসছে।

গাড়ি ফিরিয়ে আবার পাইকগাছা হয়ে গন্তব্যে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাঁশের ট্রাককে সাইড দিতে গেলে যশোর-ট-১১-৪৬৭৭ ট্রাকটি দেলোয়ার মাষ্টারের পুকুরে পড়ে যায়। চাউল উদ্ধার করে নসিমন করে আশাশুনিতে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখনো ট্রাকটি পুকুর থেকে উঠানো সম্ভব হয়নি।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

The post পাইকগাছায় চাল ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34mvqtq

No comments:

Post a Comment