Tuesday, August 25, 2020

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামালের নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে জেলা ও উপজেলায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ রোধকল্পে যথাযথ স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা, সরকার ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালন করা হচ্ছে কিনা, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করা হচ্ছে কিনা, করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

সাতক্ষীরা জেলায় ১ মার্চ ২০২০ হতে ২৫ আগস্ট ২০২০ পর্যন্ত পরিচালিত মোট ১২১৪টি মোবাইল কোর্টে ৩০৯১টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ঊনপঞ্চাশ লক্ষ পঁচিশ হাজার তিনশত ঊনসত্তর টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
২৫ আগস্ট পরিচালিত মোট ৩টি মোবাইল কোর্ট অভিযানে ৬টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে তিন হাজার দুইশত টাকা জরিমানা আদায় করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আলোকে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। প্রেসনোট

The post করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31ssl9a

No comments:

Post a Comment