হজের মূল আনুষ্ঠানিকতা বা কার্যক্রম শেষ হওয়ার পথে। এখনো পর্যন্ত কোনো হাজি করোনায় সংক্রমিত হননি।
শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডা. মুহাম্মদ আল-আবদালি জানান, হাজিদের করোনায় আক্রান্তের কোনো ঘটনা ঘটেনি। জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে এমন রোগেও কেউ সংক্রমিত হননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তালাল আল-শালহুব জানিয়েছেন, হাজিরা আরাফার ময়দানে দাঁড়ানো থেকে শুরু করে মুজদালিফায় অবস্থান পর্যন্ত সব কিছু নিরাপদে, সুরক্ষিত অবস্থায় এবং প্রশান্তির সঙ্গে সব আনুষ্ঠানিকতা পালন করেছেন।
The post কোনো হাজি করোনায় সংক্রমিত হননি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/31p0Igb
No comments:
Post a Comment