Saturday, June 26, 2021

বুধহাটা মিনিস্টার শোরুম ও মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে মাস্ক বিতরণ https://ift.tt/eA8V8J

নিজিস্ব প্রতিনিধি: আশাশুনির বুধহাটা মিনিস্টার শোরুম ও মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে শনিবার বিকালে বুধহাটা বাজারে মিনিস্টার মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার হাসানুর রহমান হাসান, সাংবাদিক সহিদুল ইসলাম, শেখ সানজিদুল ইসলাম, সাইদুল ইসলাম, সবুজ আহমেদ, আবুল খায়ের বাপ্পী, আব্দুর রউফ প্রমুখ।

The post বুধহাটা মিনিস্টার শোরুম ও মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে মাস্ক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2UIasCo

No comments:

Post a Comment