শহীদুর রহমান শাহীন
তোমার মেঘকালো কেশ চুয়ে চুয়ে নতুনের বর্ষা আসে
প্রাণের হরষে কদম ফুল উচ্ছ¡াসে তাই অলকানন্দা হাসে
জেগে উঠে তানপুরা সুর-লয়ে প্রাণভরা কবি কালিদাসে
ফিরেছে জবা, চামেলী চম্পা বেলী ছিল যারা পরবাসে!
হুর নয় তোমাকে পেলে
অনন্ত পৃথ্বীরাজ
এই মেয়ে, পলক সরাও !
এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন ?
লজ্জা করে না বুঝি !
তোমার চোখের পানে চোখ পরলে, আমার সবকিছু কেন যেন অগোছালো হয়ে যায় ।
মুখ দিয়ে বেরোয় না কোনো কথা,
শুধু তোমা পানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে ।
কিন্তু দিনকে দিন এসব যেন নিয়মিত রুটিন হয়ে যাচ্ছে।
তারপর কলিজাকাটা ঠোঁটের অপরূপ হাসি,
আমি ঠিক বিশ্বাস করতে পারিনা ,
তুমি সত্যি কী মানবী !
হুর অথবা পরী সব ¤øান তোমার কাছে ।
তোমাকে পেলে বেহেস্তের সব হুর ত্যাগ করতে পারি নিমেষেই ।
হুর নয় তোমাকে পেলে পৃথিবীই বেহেস্ত আমার।
The post বর্ষার পদাবলি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3db9FAc
No comments:
Post a Comment