Saturday, August 1, 2020

কাশিমাড়িতে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে কুরবানীর মাংস বিতরণ https://ift.tt/3feUd4g

 

শ্যামনগরের কাশিমাড়ীতে আম্পানে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থদের মাঝে কুরবানীর মাংস বিতরণ করা হয়েছে।

ঈদুল আযহার দিনে আস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ এবং গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র অর্থায়নে বীকোন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সবার জন্য কুরবানী প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

এই প্রকল্প বাস্তবায়নে সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি ড.আহমাদুল্লাহ এবং বৃটেনের সোয়ান্সি ইসলামিক একাডেমির ডাইরেক্টর ড. আব্দুস সালাম আজাদী সার্বিকভাবে তত্বাবধান করেছেন। এই প্রকল্পের আওতায় ৩টি গরু ৭টি খাসি আম্পান কবলিত সাতক্ষীরার শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নে দুস্থ্য মানুষের জন্য কুরবানী করা হয়।

যে সকল দাতা এই কুরবানী বাস্তবায়নে সহযোগিতা করেছেন তাদের জন্য এলাকাবাসী দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই কুরবানী প্রকল্পে উপস্থিত ছিলেন বীকোন ফাউন্ডেশনের উপদেষ্টা মাস্টার আব্দুল গফুর, বীকোন ফাউন্ডেশনের ব্যবস্থাপক অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আব্দুস সামাদ ও সমাজ সেবক মাওলানা মিজানুর রহমান প্রমুখ।রবিউল ইসলাম:

The post কাশিমাড়িতে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে কুরবানীর মাংস বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39LZi2V

No comments:

Post a Comment