Sunday, August 2, 2020

ঈদ আনন্দ উপেক্ষা করে যশোর অঞ্চলের অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে সেনাবাহিনী https://ift.tt/eA8V8J

আজ ঈদের দিনেও যশোর সেনানিবাসের সদস্যরা করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানে সৃষ্ট  পরিস্থিতি মোকাবেলায় তাদের সবধরনের কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে সেনাসদস্যরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার বিধ্বস্ত বাঁধপুন নির্মাণ কর্মসূচির পাশাপাশি মেডিক্যাল টিমের মাধ্যমে দূয়ারে দূয়ারে স্বাস্থ্যসেবা, পানি বিশুদ্ধ করণ প্ল্যান্ট স্থাপন ও ত্রাণ বিতরণ কার্যক্রমের চালিয়ে যাচ্ছে।

এছাড়াও পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমায় আজ তারা অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উন্নত মানের খাবার বিতরণ করেন। অন্যদিকে করোনা মোকাবেলায়ও সেনা সদস্যরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে টহল এবং বিভিন্ন জনসচেতনতা সৃষ্টি মূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

ঈদকে ঘিরে যখন করোনার ভয়াবহতার মধ্যেও সাধারণ মানুষের মাঝে নাড়ির টানে বাড়ি ফেরার হিড়িক পড়েছে তখন অসহায় উপকূলবাসীর সহায় হয়ে নিজেদের ঈদ আনন্দ উপেক্ষা করেই মাঠে সক্রিয় রয়েছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। এ যেন সেবাতেই এক রকমের ঈদ আনন্দের পূর্ণতা।

প্রেসবিজ্ঞপ্তি

The post ঈদ আনন্দ উপেক্ষা করে যশোর অঞ্চলের অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে সেনাবাহিনী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39ZDIZ3

No comments:

Post a Comment