Saturday, August 1, 2020

এবার একটি গরুর সঙ্গে মহিষও কোরবানি দিয়েছেন মোস্তাফিজ https://ift.tt/3fly5VX

এবারের ঈদে হাত গুটিয়ে বসে নেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ঈদুল আজহায় একটি গরুর সঙ্গে একটি মহিষ ও দুটি ছাগল কোরবানি দিয়েছেন। করোনাকালে এত আয়োজনের উদ্দেশ্য একটিই- আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া।

কোরবানির আনুষ্ঠানিকতার আগে সকাল ৭টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মোস্তাফিজ। এর পর কোরবানি শেষে এলাকার দরিদ্র-অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছেন কোরবানির মাংস।

পালন করা একটি মহিষও কোরবানি দিয়েছেন মোস্তাফিজ। মোস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, কোরবানির জন্য গত বছর থেকে নিজেদের মৎস্য ঘেরেই একটি মহিষ পালন করতে থাকেন তারা। করোনার ছুটি থাকায় মোস্তাফিজ নিজেই এর দেখভাল করেছেন।

মোস্তাফিজের বন্ধু মো. হাফিজ জানিয়েছেন, ‘মোস্তাফিজ কোরবানির জন্য বাজার থেকে এক লাখ ৭২ হাজার টাকা দিয়ে একটি গরু এবং ৩৮ হাজার টাকায় দুটি ছাগল কিনে কোরবানি দিয়েছে। গত বছর থেকে সে মহিষও পালন করছিল। তাই গরু, ছাগলের পাশাপাশি মহিষটিও কোরবানি দেওয়া হয়েছে। পরে এলাকার অসহায় মানুষদের মাঝে মাংস বিলিয়ে দেওয়া হয়েছে।’

অবশ্য নামাজের আগেই নিজের ফেসবুক পেজে কোরবানির পশু এবং পরিবারের ছবি পোস্ট দিয়ে মুহূর্তগুলো ভাগাভাগি করেছেন বাঁহাতি এই পেসার।আসাদুজ্জামান সরদার

The post এবার একটি গরুর সঙ্গে মহিষও কোরবানি দিয়েছেন মোস্তাফিজ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hQbVwC

No comments:

Post a Comment