Saturday, August 1, 2020

দেশে একদিনে আরো ২১ মৃত্যু, নতুন শনাক্ত ২১৯৯ https://ift.tt/eA8V8J

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ১৩২ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

শনিবার দুপুর আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮২টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৮৫ হাজার ৬১১টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৭ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮১ শতাংশ।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।অনলাইন ডেস্ক

The post দেশে একদিনে আরো ২১ মৃত্যু, নতুন শনাক্ত ২১৯৯ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/30gxalg

No comments:

Post a Comment