Wednesday, August 26, 2020

সুন্দরবনে কুরুলি-মুরুলি খালে নৌকা আটক https://ift.tt/eA8V8J

শ্যামনগর (সদর) প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে কুরুলি-মুরুলি খালে জেলেরা অবৈধভাবে মাছ ধরার সময় অভিযান চালিয়ে ১টি নৌকা আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। বুধবার ভোরের দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি এসও নাসির উদ্দীনের নেতৃত্বে সদস্যরা নৌকা আটক করার সময় জেলেরা পালিয়ে যায়।

সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা এসিএফ এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে জেলেদের মাছ ধরার খবর গোপনে নিশ্চিত হয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১টি নৌকাসহ মাছ ধরার আনুসঙ্গিক জিনিসপত্র আটক করা হয়। এঘটনায় বন আইনে মামলা হয়েছে।

The post সুন্দরবনে কুরুলি-মুরুলি খালে নৌকা আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YyPtkj

No comments:

Post a Comment