মনিরুল ইসলাম মনি: তালা উপজেলার জিয়ালা নলতা গ্রামের মৎস্যজীবী লুৎফর নিকারী হত্যা মামলার প্রধান আসামী তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের বড় ভাই গুলজার হোসেন বাদি হয়ে গত রোববার আমলী আদালত-৩ এ হত্যা মামলার বাদি ও সাক্ষীদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেছেন। মামলায় হত্যা মামলার তিনজন আসামী ও তাদের নিকটজনদের সাক্ষী শ্রেণিভুক্ত করা হয়েছে। বিচারক মেহেদী হাসান মুবারক মুনীম আগামি ১৮ নভেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় দাবি করা হয়েছে গত ১৭ আগস্ট রাত ১১টার দিকে জিয়ালা নলতা গ্রামের সেলিম নিকারী, রুহুল আমীন নিকারী, আবু মুছা নিকারী, রফিকুল নিকারী, শহীদুল নিকারী জিয়া নিকারী, আব্দুল হাই নিকারীসহ অজ্হাতনামা পাঁচজন বাদির ভাই আওয়ামী লীগ নেতা সরদার মশিয়ার রহমানের নলতা বিলে ১২০ বিঘার চিংড়ি ঘের জাল, বেড়জাল, টানা জাল নিয়ে মাছ লুট করতে আসে। আসামীরা রণি বিশ্বাস ও শিমুল মোড়লকে ঘেরের বাসায় আটক করে ফেলে মাছ ধরতে শুরু করে। পার্শ্ববর্তী ঘের থেকে পাহারাদাররা জানতে পারলে সশস্ত্র আসামীরা তাদের দিকে ছুঁটে গেলে তারা ভয়ে চলে যায়। পরে আসামীরা পাঁচ মণ মাছ, দু’টি টর্চ লাইট, নগদ ১৬ হাজার টাকা, দু’টি মোবাইল সেট নিয়ে চলে যায়। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতিকালে আসামী সেলিম নিকারী ডাকাতি করতে যেয়ে ঘের ধরা পড়েছে এমন খবরে বাবা লুৎফর নিকারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আসামীরা অপকৌশল হিসেবে লুৎফর নিকারীকে নির্যাতন করে হত্যার অভিযোগে সরদার মশিয়ার রহমান, রণি বিশ্বাস ও শেখ তুহীনের বিরুদ্ধে ১৮ আগস্ট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় সরদার মশিয়ার জেল হাজতে রয়েছে।
প্রসঙ্গত, ১৭ আগস্ট রাত ১১টার দিকে জিয়ালা নলতার নলবুনিয়া সরকারি খালের গেটে মাছ ধরতে গেলে জিয়ালা নলতা গ্রামের লুৎফর নিকারীর ছেলে সেলিম শিকারীকে চোর সন্দেহে ব্যাপক মারপিট করে তালা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিন হোসেন ও বারুইআটি গ্রামের রনি বিশ্বাস। খবর পেয়ে বাবা লুৎফর নিকারী ছুঁটে এলে তাকেও মারপিট করে খালের পানিতে ফেলা দেওয়া হয়। লুৎফর নিকারীকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এ সময় ক্ষুব্ধ জনতা সরদার মশিয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। ১৮ আগস্ট সেলিম নিকারী বাদি হয়ে আটককৃত সরদার মশিয়ারসহ তিনজনের নাম উলে¬খ করে থানায় একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় সরদার মশিয়ার রহমানকে উপজেলার আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানতে চাইলে সেলিম নিকারী বলেন, হত্যা মামলা ভিন্নখাতে প্রবাহিত করতে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।
The post তালায় হত্যা মামলার বাদি ও সাক্ষীদের বিরুদ্ধে আদালতে ডাকাতি মামলা দিল আসামীপক্ষ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2ECNAMF
No comments:
Post a Comment