আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের শালখালি বাজারে ভাঙ্গন কবলিত কালভাট পরিদর্শন শেষে দ্রুত নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। রবিবার বিকালে শালখালি বাজারে ভাঙ্গন কবলিত কালভাট পরিষদ পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন। পরিদর্শনের সময় এবিএম মোস্তাকিম বলেন, আশাশুনি ও দেবহাটা উপজেলার সংযোগ সড়কের উপরে এ কালভার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে কালভার্টটি ভেঙ্গে যাওয়ার কারণে দুই উপজেলার মধ্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভ্যান, মোটরসাইকেল ছাড়া বড় কোনো যানবাহন চলাফেরা করতে পারছে না ফলে জনগণকে অত্যন্ত দুর্ভোগ ও কষ্ট পোহাতে হচ্ছে। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে আরও বলেন কালভার্টটির দ্রুত নির্মাণের ব্যবস্থা করা হবে এবং প্রয়োজনে আমি নিজস্ব অর্থ দিয়ে যানবাহন চলাচলের জন্য বিকল্প পথ তৈরির ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো। তিনি সবশেষে বলেন কালভার্ট পারাপারের সময় কাউকে কোন টাকা দিবেন না এবং কেউ যদি টাকা চায় তাহলে সাথে সাথে আমাকে জানাবেন সে যেই হোক আমি তার ব্যবস্থা নিব। এসময় উপস্থিত ছিলেন সোনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি:
The post আশাশুনির শোভনালীতে ভাঙ্গন কবলিত কালভাট পরিদর্শন করেন এবিএম মোস্তাকিম appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2XmBWff
No comments:
Post a Comment