Sunday, August 2, 2020

দেবহাটায় মোটর সাইকেল ও ফেন্সিডিল ফেলে পালিয়েছে তিন মাদক ব্যবসায়ী https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ও ফেন্সিডিল ফেলে রেখে পালিয়ে গেছে শামিম হোসেন (২৮) এবং কালাম হোসেন (২৭) ও অজ্ঞাতনামা আরো একজনসহ তিন মাদক ব্যবসায়ী। এসময় পালিয়ে যাওয়া শামিম হোসেন ও কালাম হোসেনকে শনাক্ত করতে পারলেও পলাতক অজ্ঞাত অপর মাদক ব্যবসায়ীর পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। পলাতক মাদক ব্যবসায়ী শামিম হোসেন দেবহাটার নাংলা সীমান্তের ঘোনাপাড়া গ্রামের শাহজান আলীর ছেলে এবং কালাম হোসেন একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
শুক্রবার দুপুর একটার দিকে উপজেলার নওয়াপাড়ার বিলপাড়া এলাকায় এঘটনা ঘটে।
দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী জানান, পবিত্র ঈদুল আযহার দিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন যে দেবহাটার নওয়াপাড়ার বিলপাড়া এলাকায় একটি ব্লু রংয়ের মোটর টিভিএস মেট্রো প্লাস সাইকেলযোগে তিন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল আনায়ন করছে। এসময় তিনিসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে অভিযান পারিচালনা করেন। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেলটি ফেলে রেখে পালিয়ে যায়। এসময় সেখানে উপস্থিত ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মোটর সাইকেলের সিটকভারের নিচ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের ফেলে যাওয়া রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলটি জব্দ করেন। এক পর্যায়ে উপস্থিত ইউপি সদস্যসহ স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পলাতক তিন মাদক ব্যবসায়ীর মধ্য থেকে শামিম হোসেন ও কালাম হোসেনের পরিচয় শনাক্ত করে পুলিশ। এঘটনায় ওই মাদক ব্যবসায়ী শামিম হোসেন, কালাম হোসেন ও অজ্ঞাতনামা একজনকে পলাতক আসামী করে দেবহাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।

দেবহাটা ব্যুরো:

The post দেবহাটায় মোটর সাইকেল ও ফেন্সিডিল ফেলে পালিয়েছে তিন মাদক ব্যবসায়ী appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39Wc13e

No comments:

Post a Comment