সদর উপজেলার ঝাউডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর ৫দিন পর পিতা গৌর রায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়েছে। যদিও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক জানিয়েছেন গৌর রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরআগে গত মঙ্গলবার (২৮ জুলাই) করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলে প্রতাপ রায়ের মৃত্যু হয়। মৃত্যুর পর নমুনা সংগ্রহের তিন দিন পর করোনা নেগেটিভ বলে জানান মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ।
এদিকে ঝাউডাঙ্গা গ্রামের পূর্বপাড়ায় একই পরিবারের দুইজনের মৃত্যুর ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মাঝে করোনা আতংক ছড়িয়ে পড়েছে। এমনকি অনেকে ভয়ে বাড়ি থেকে বের হচ্ছেন না।
নিহতের ছোট ছেলে শেখর রায় জানান, বড় ভাই প্রতাপ রায় বাড়িতে ৯/১০ জ্বর, কাশিতে ভুগছিলেন। গত মঙ্গলবার তার শারিরীক অবস্থার অবনতি হলে দ্রæত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন রাত ৯টার দিকে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হওয়ার পর তিনি মারা যান। ঘটনার তিন দিন পর হাসপাতাল কর্তৃপক্ষ ভাই প্রতাপ রায় করোনা নেগেটিভ ছিলেন বলে রিপোর্ট দেন। তিনি বলেন, বড় ভাইয়ের মৃত্যুর পর বাবা মানসিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। এক পর্যায়ে রবিবার (২জুলাই) সকালে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষণিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি (গৌর রায়) মারা যান। এঘটনার পর তাদের পরিবারে ও স্থানীয় এলাকাবাসীর মাঝে শোকের ছায় নেমে এসেছে। শেখর রায় আরও জানান, মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন পিতা গৌর রায় হৃদরোগে আক্রান্ত হন পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মনিরুল ইসলাম মনি:
The post ঝাউডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে ছেলের মৃত্যুর ৫দিন পর পিতার মৃত্যু! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gq3l7D
No comments:
Post a Comment