আশাশুনি উপজেলার গদাইপুর শেখ রাসেল যুব সংঘের আয়োজনে ৪দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গদাইপুর গাজীবাড়ি ফুটবল একাদশকে ১-০ পরাজিত করে খাঁবাড়ি ফুটবল একাদশ জয় লাভ করেছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গদাইপুর খোলপেটুয়া ফুটবল ময়দানে বিকাল ৪টায় অনুষ্ঠিত তুমূল প্রতিদ্ব›দ্বীতাপূর্ণ খেলায় প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধ ২০মিনিটের মাথায় একটি গোল করে খাঁ বাড়ি ফুটবল একাদশ এগিয়ে যায়।
বাকি সময় আর কোন গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
দক্ষিণ গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে উক্ত খেলায় বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন খাজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল উদ্দীন মোড়ল, শিক্ষক আব্দুল মান্নœান, আবু হোসেন মন্টু, রবিউল ইসলাম, আলমগীর হোসেন বাদশা, আক্তার হোসেন, ইব্রাহিম হোসেন ও বিজয়ী দলের টিম ম্যানেজার মো. মুকুল খাঁ, আবু মুসা প্রমূখ। রেফারীর দায়িত্ব পালন করেন, রবিন্দ্র নাথ সানা।
বিজয়ীদলকে ১৪ ইঞ্চি গোল্ডকার্প ও রানার আপ দলকে একটি ইঞ্চি কার্প প্রদান করা হয়। উক্ত খেলাটি শত শত নারী ও পুরুষ দর্শক উপভোগ করেন।
The post গদাইপুর ৪দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খাঁবাড়ি একাদশ চ্যাম্পিয়ান appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2Xo3OQ4
No comments:
Post a Comment