পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পৌর এলাকায় মাছের চাষ, অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরের বদ্দিপুর মুনজিতপুর রাজারবাগান মুন্সিপাড়া এলাকায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাতে শহরের এসব এলাকার মানুষের সীমাহীন কষ্টের শেষ নেই।
রাস্তার উপর দুই থেকে তিনফুট পানি। এলাকাবাসি নিজ উদ্দ্যেগে ড্রেনেজ ব্যাবস্থা চালু করে যতসামান্য পানি নিস্কাসনের ব্যবস্থা করলেও জরুরি ভিত্তিতে তারা জেলা প্রশাসক ও পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন।
মুনজিতপুর এলাকার বাসিন্দা আকম আমিনুল হক শান্টু জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে শহরের একাডেমি মসজিদ থেকে জেবুনেছা ছাত্রীনিবাস, মুন্সিপাড়া থেকে ফকির ময়ারার বাড়ি ও মুনজিতপুরের চৌধুরি বাড়ি হতে খোলার টালি পর্যন্ত পানিতে ডুবে আছে। এসব রাস্তায় দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি।
rএসব এলাকার মানুষের ঘরের ভিতর রান্না ঘরের ভিতর পানি। অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। তিনি আরও বলেন আমরা প্রথম থেকে এলাকাবাসি পানি নিস্কাসনের ব্যবস্থা করে আসছি।
কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারনে সেটা আর সম্ভব হচ্ছে না। রাস্তার উপর পানি তার উপর ভাঙ্গাচোরা রাস্তা সীমাহীন কষ্ট এলাকাবাসির। তিনি জরুরি ভিত্তিতে জেলা প্রশাসক ও উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। পত্রদূত ডেস্ক:
The post সাতক্ষীরা শহরের মুনজিতপুর রাজারবাগান মুন্সিপাড়ার ২০ হাজার মানুষ পানিবন্দি (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2EBNCEo
No comments:
Post a Comment