সাতক্ষীরার তালায় আলোচিত লুৎফর নিকারী হত্যাকা-ের প্রতিবাদ ও হত্যাকারী সরদার মশিয়ারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার সকাল ১০ টায় তালা সদরের জেয়ালা হাটখোলা বাজার চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে এলাকার শত শত নারী ও পুরুষ অংশ গ্রহণ করেন। বিক্ষোভে নিহতের স্বজন ও এলাকাবাসী দাবি জানান, সরকারি খালে মাছ ধরার সময় সেলিম নিকারীকে বেঁধে মারপিট ও হত্যা চেষ্টা করে সন্ত্রাসী মশিয়ার সরদার, তুহিন শেখ ও রনি। ছেলেকে বাঁচাতে গিয়ে হত্যার স্বীকার সরদার মশিয়ারের লাথিতে মৃত্যু হয় সেলিম নিকারীর বাবা লুৎফর নিকারীর। হত্যার ঘটনায় মুল আসামী সরদার মশিয়ার আটক হলেও অপর দুই আসামী এলাকায় প্রকাশ্যে ঘুরে হুমকি দিচ্ছে। সকল অপরাধীদের আমরা গ্রেপ্তার ও ফাঁসি চাই।
উল্লেখ্য, ১৭ আগষ্ট রাত ১১টার দিকে তালার নলবুনিয়া বিলে হত্যার স্বীকার হয় লুৎফর নিকারী। এ ঘটনায় তালা থানায় ১৮ আগষ্ট একটি হত্যা মামলা হয়। মামলায় প্রধান আসামী তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। ১৯ আগষ্ট হত্যাকা-ে জড়িতদের শস্তির দাবিতে শতাধিক গ্রামবাসী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। ওই দিনই উপজেলা জুড়ে সন্ত্রাসী বাহিনী গঠণ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে জেলা দলীয় পদ থেকে সরদার মশিয়ারকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। প্রেস বিজ্ঞপ্তি
The post তালায় লুৎফর নিকারী হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2EBRgOz
No comments:
Post a Comment