ভয় আর আতঙ্কের মধ্যদিয়ে যশোরের কেশবপুরে শনিবার যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ত্যাগের মহিমায় উৎভাসিত মুসলমানদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে উপজেলার সকল ঈদগাহের পরিবর্তে মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
উপজেলা সদর সহ উপজেলার প্রতিটি মসজিদে স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় মহল্লার মুসাল্লিগণ তাদের ঈদের নামাজ আদায় করেন। সকাল সাড়ে ৮টায় ভালুকঘর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে চাকুরীজীবি, সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-আযহার দুই রাকায়াত ওয়াজিব নামাজ আদায় করেন।
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর):
The post কেশবপুরে ভয় আর আতঙ্কের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ঈদ-উল-আযহা উদযাপিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fnNDZe
No comments:
Post a Comment